নিজস্ব সংবাদদাতাঃ ফের শক্তিশালী নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আগামিকাল উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী কয়েকদিনে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। রবিবার দক্ষিণের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। এর পাশাপাশি উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সেই কারণে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামিকাল থেকে ১৫ অগস্ট পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তে রাজ্যে পশ্চিমাঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে আজও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে সম্প্রতি নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি কমে দাঁড়িয়েছে ৩৭ শতাংশে। আপাতত এই বৃষ্টির মধ্যে কিছুটা স্বস্তিতে রাজ্যের কৃষকরা। প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।