শুষ্কতম অবস্থায় টেমস নদীর উৎসমুখ

author-image
Harmeet
New Update
শুষ্কতম অবস্থায় টেমস নদীর উৎসমুখ

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পাশ দিয়ে বয়ে যাওয়া টেমস নদীর উৎস অন্য যেকোনও সময়ের চেয়ে বেশি শুকিয়ে গেছে। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এই পরিস্থিতির জন্য যুক্তরাজ্যের প্রস্তুতি ছিল না। ব্রিটিশ আবহাওয়া অফিস জানিয়েছে, ১৯৩৫ সালের পর এই বছরের জুলাই মাস যুক্তরাজ্যে সবচেয়ে বেশি শুষ্ক থেকেছে। এই মাসে গড় বৃষ্টিপাত হয়েছে ২৩.১ মিলিমিটার, যা এই মাসের সাধারণ গড় বৃষ্টিপাতের মাত্র ৩৫ শতাংশ। দেশটির কয়েকটি অংশে জুলাই সর্বকালের সবচেয়ে বেশি শুষ্ক হয়েছে। ৩৪৬ কিলোমিটার দীর্ঘ টেমস বয়ে গিয়েছে লন্ডন-সহ গোটা দক্ষিণ ইংল্যান্ড জুড়ে। টেমস নদীর উৎস গরমের সময় খানিকটা শুকিয়ে যায়। কিন্তু এবছর আগের বছরগুলোর তুলনায় অনেকটা বেশি শুকিয়ে গিয়েছে। রিভার্স ট্রাস্ট-এর পলিসি অ্যান্ড সায়েন্স ডিরেক্টর রব কলিন্স জানিয়েছেন, তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকার কারণে গ্লস্টারশায়ারের কাছে টেমসের উৎসমুখ শুকিয়ে গিয়েছে। নদীর স্রোতও ক্রমে দুর্বল হচ্ছে।

নদী ট্রাস্টের কর্মকর্তা এলিসডেয়ার নাউল জানান, টেমস নদীর উৎস প্রায় ১৫ কিলোমিটার সরে গেছে। লন্ডনের ৮০ কিলোমিটার পশ্চিমে এক স্থানে দাঁড়িয়ে তিনি বলেন, ‘এখানে খুব, খুব অগভীর তবে নিজেকে শুষ্ক মাটিতে দাঁড়াতে আপনাকে টেমসের খুব বেশি উপরে যেতে হবে না’। নাউল জানান, অগভীর এবং উষ্ণ জলেতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর টিকে থাকা কঠিন হয়ে ওঠে।