চরম অবহেলার শিকার বৃদ্ধ বাবা, কাঠগড়ায় দুই মেয়ে

author-image
Harmeet
New Update
চরম অবহেলার শিকার বৃদ্ধ বাবা, কাঠগড়ায় দুই মেয়ে

হরি ঘোষ, দুর্গাপুর : মেয়েদের চরম অবহেলার শিকার বৃদ্ধ বাবা। বাড়ির ভেতর দীর্ঘক্ষণ মুখ থুবড়ে পড়ে রইলেন দুর্গাপুরের বিজন এলাকার ৮২ বছরের বৃদ্ধ অমিত কুমার ভট্টাচার্য। মহিলা তৃণমূল নেতৃত্বের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করল স্থানীয়রা। ভর্তি করা হলো দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। এরই মধ্যে প্রকাশ্যে এলো আসল সত্যিটা। 

স্থানীয়দের এবং তৃণমূল নেতৃত্বের অভিযোগ, অনিল বাবুর আশঙ্কাজনক অবস্থার কথা তার দুই মেয়েকে জানানোর পরেও কোন গুরুত্ব দেয়নি তারা।দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। একজনের শ্বশুরবাড়ি দিল্লিতে, আর একজনের দুর্গাপুরে। আরো অভিযোগ, অন্য হাসপাতালে ভর্তি করার কথা জানানো হলেও তারা জানায় অন্য হাসপাতালে ভর্তি করার দরকার নেই। মৃত্যু হলে ইস্পাত হাসপাতালেই হোক। এতটা অবহেলা কেন? উঠছে বিস্তর প্রশ্ন। এলাকার তৃণমূল নেত্রী রুমা গোস্বামী অভিযোগ করেন, তারা যখন অমিতবাবুর মেয়েদের তার বাবার এই অবস্থার কথা জানায় তখনও চূড়ান্ত অমানবিকতার কথা জানায় তারা। শেষমেষ দুর্গাপুর থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। তৃণমূল মহিলা নেত্রীরা গুরু দায়িত্ব পালন করে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় আশঙ্কাজনক অমিত বাবুকে। তারা জানান বিষয়টি নিয়ে দুর্গাপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হবেন।