কোয়েম্বাটোরে জরুরি অবতরণ গো ফার্স্ট ফ্লাইটের

author-image
Harmeet
New Update
কোয়েম্বাটোরে জরুরি অবতরণ গো ফার্স্ট ফ্লাইটের

নিজস্ব সংবাদদাতা : ৯২ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে মালদ্বীপে রওনা হওয়ার পর কোয়েম্বাটোরে জরুরি অবতরণ করলো গো ফার্স্টের একটি বিমান। শুক্রবার দুপুর ১২ টায় কোয়েম্বাটোর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল বিমানটি যখন টেকঅফের এক ঘন্টা পরে ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে সতর্কতা অ্যালার্ম বেজে ওঠে। তারপর সমস্ত যাত্রীকে নিরাপদে নামানো হয় বলে জানানো হয় সংস্থার তরফে।


গো ফার্স্টের মুখপাত্র এজেন্সির টুইটে বলেছেন, "নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করায় বিকাল ৫ টার পরে ফ্লাইটটি মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে। বিষয়টি গো ফার্স্ট ইঞ্জিনিয়ারিং টিম দ্বারা পরিদর্শন করা হচ্ছে এবং সংশোধনের কাজ চলছে।"