পুরুলিয়ায় ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

author-image
Harmeet
New Update
পুরুলিয়ায় ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ এক ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল থেকে উদ্ধার হল এক পড়ুয়ার দেহ। তাঁর গলায় ফাঁস লাগানো ছিল। কিন্তু দেহ পড়েছিল মাটিতে। ওই অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। মৃত ছাত্রের নাম সাগর শাহু। তিনি বেলপাহাড়ির বাসিন্দা। ইলেকট্রিক্যাল ফাইনাল ইয়ারের ছাত্র সাগরের মানসিক কোনও অবসাদের কথা জানতেন না তাঁর পরিচিতরা। পুলিশ প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে উল্লেখ করলেও, পরিবারের দাবি, এই ঘটনার পিছনে অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে। 

                        

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। সহপাঠীদের দাবি রাতে অনেকক্ষণ ধরে ঘর থেকে না বেরনোয় সন্দেহ হয় তাঁদের। এরপর সবাইকে ডেকে আনেন অন্য়ান্য পড়ুয়ারা। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন তাঁরা। দেখেন, ঘরের ভিতর মাটিতে পড়ে রয়েছেন ওই ছাত্র। গলায় ফাঁস লাগানো রয়েছে। ওই অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে। প্রথমে জয়পুরের হাসপাতালে ও পরে পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাগরকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরুলিয়ার জয়পুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে।