নিজস্ব সংবাদদাতাঃ সকাল তখন ৯ টা। দিনের শুরুতেই এক অদ্ভুত অভিজ্ঞতা হল গোপালপুরের বাসিন্দাদের। কেউ বলছেন নিঃশ্বাস নিতে পারছেন না, কেউ বলছেন চোখ জ্বালা করছে। কেউ কেউ আবার মাথা ঘুরে পড়েও গেলেন। আসল ঘটনা ঠিক কী, সেটা বুঝে উঠতেই বেশ কিছুটা সময় লেগে যায় তাঁদের। পরে জানা যায়, আসলে কারখানা থেকে বেরিয়ে আসছে অ্যামোনিয়া গ্যাস। আর সেটাই মিশছে বাতাসে। বসিরহাটের মাটিয়া থানা এলাকার শিকড়া-কুলীনগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোপালপুর মোড়ের ঘটনা। গ্যাস লিক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ে। এলাকায় একটি ফুড প্রসেসিং কারখানা রয়েছে। সেখানে মাংসের প্রক্রিয়াকরণ হয় বলে জানা গিয়েছে। সেই কারখানা থেকেই গ্যাস বেরোচ্ছিল এদিন। বড় কোনও বিপদ না ঘটলেও অস্বস্তি বোধ করেন অনেকেই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও স্বাস্থ্যকর্মীরা। পরে এনডিআরএফের একটি টিমও যায় ওই কারখানায়। সবকিছু খতিয়ে দেখে তারা।
এনডিআরএফের এক আধিকারিক জানিয়েছেন, কারখানা পর্যবেক্ষণ করে দেখা হয়েছে। ৫ শতাংশ অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে বাতাসে মিশছিল। তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।