নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবসের জন্য গৃহীত নিরাপত্তা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ১৪ আগস্ট সকাল থেকে ১৫ আগস্ট বিকেল পর্যন্ত দিল্লি মেট্রো স্টেশনগুলিতে পার্কিং সুবিধা পাওয়া যাবে না বলে খবর। এদিকে, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) শুক্রবার জানিয়েছে, মেট্রো ট্রেন পরিষেবাগুলি নির্ধারিত সময় অনুযায়ী চলবে। বিজ্ঞপ্তি মারফত বলা হয়েছে,"স্বাধীনতা দিবস উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে রবিবার অর্থাৎ ১৪ আগস্ট সকাল ৬ টা থেকে সোমবার দুপুর ২ টো পর্যন্ত দিল্লি মেট্রো স্টেশনগুলিতে পার্কিং সুবিধা পাওয়া যাবে না।"
দিল্লি পুলিশ স্বাধীনতা দিবসে রাজধানী জুড়ে যানজট এড়াতে একটি ট্র্যাফিক পরামর্শ জারি করেছে। সাদারণের জন্য যান চলাচল বন্ধঝ থাকবে নেতাজি সুভাষ মার্গ, লোথিয়ান রোড, এসপি মুখার্জি মার্গ, চাঁদনি চক রোড, নিষাদ রাজ মার্গ, এসপ্ল্যানেড রোড এবং নেতাজি সুভাষ মার্গের লিঙ্ক রোড, রাজঘাট থেকে আইএসবিটি পর্যন্ত রিং রোড এবং আইএসবিটি থেকে আইপি ফ্লাইওভার পর্যন্ত আউটার রিং রোড।নয়ডা, লনি, সিংগু, গাজিপুর, বদরপুর, সাফিয়া, মহারাজপুর, আয়া নগর, আউচন্দি, সূর্য নগর, রাজোকরি, ধনসা, অপ্সরা, কালান্দি কুঞ্জ, ঝারোদা, ভোপুরা, লাল কুয়ান পুল প্রহ্লাদ পুর এবং টিকরি সীমান্ত বাণিজ্যিক ও পরিবহনের জন্য বন্ধ থাকবে।কৌরিয়া পুল বা লাল কেল্লা বা পুরাতন দিল্লি রেলওয়ে স্টেশনের জন্য আবদ্ধ বাসগুলি আইএসবিটি সেতু (যুধিস্তির সেতু)-র মাধ্যমে চলবে এবং মোরি গেট ইউ-টার্নের কাছে বুলেভার্ড রোডে শেষ হবে।