রাজস্থানের ছাত্রদের ওয়ার্ল্ড রেকর্ড

author-image
Harmeet
New Update
রাজস্থানের ছাত্রদের ওয়ার্ল্ড রেকর্ড

নিজস্ব সংবাদদাতা : ২৫ মিনিট ধরে দেশাত্মবোধক গান গেয়ে বিশ্ব রেকর্ড গড়লো রাজস্থানের ছাত্ররা। শুক্রবার রাজস্থান জুড়ে প্রায় এক কোটি স্কুল ছাত্ররা 'আজাদি কা অমৃত মহোৎসব' প্রচারাভিযানের অধীনে দেশাত্মবোধক গান গেয়ে একটি "বিশ্ব রেকর্ড" স্থাপন করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 'বন্দে মাতরম', 'সারে জাহা সে আছা' এবং জাতীয় সঙ্গীতের মতো গানগুলি প্রায় ২৫ মিনিট ধরে পরিবেশন করে ছাত্ররা।





সওয়াই মানসিংহ স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, "আমি খুশি যে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, লন্ডন, যেটি একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান, এক কোটি শিক্ষার্থীর গান শুনেছে এবং রাজ্য সরকারকে একটি শংসাপত্র পেশ করেছে।" মুখ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে ভ্রাতৃত্ব ও ত্যাগের মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে কারণ তারাই দেশের ভবিষ্যৎ।তিনি বলেন, তাঁর সরকার চায় রাজ্য উন্নয়নের পথে এগিয়ে যাক।আন্তর্জাতিক যুব দিবসে দেশের তরুণদের অভিনন্দনও জানিয়েছেন তিনি।