কেষ্টর গ্রেফতারির প্রতিবাদে পথে তৃণমূল

author-image
Harmeet
New Update
কেষ্টর গ্রেফতারির প্রতিবাদে পথে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডির পক্ষপাতিত্বের অভিযোগ তুলে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার উখরা ও লাউদোহায় প্রতিবাদ সভা করল তৃণমূল কংগ্রেস। অন্ডালের উখরায় তৃণমূলের প্রতিবাদ সভাটি হয় বাজপাই মোড়ে। উপস্থিত ছিলেন দলের যুব ব্লক সভাপতি (অন্ডাল) গণেশ বাদ্যকর, সংগঠনের ব্লক সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায় ছাড়াও ছাত্র, যুব, মহিলা সহ দলের সমস্ত শাখা সংগঠনের কর্মী সমর্থকেরা।

গণেশ বাদ্যকর জানান, 'বিজেপি এই রাজ্যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করতে না পারায় তারা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে দলের নেতা কর্মীদের হেনস্থা করছে। এখনো পর্যন্ত দলের একাধিক নেতাকে বিনা কারণে অ্যারেস্ট করে জেলে ভরা হয়েছে। কিন্তু কারো বিরুদ্ধেই কেন্দ্রীয় এজেন্সি গুলি দুর্নীতি প্রমাণ করতে পারেনি ।‌ অনুব্রত মণ্ডলের ক্ষেত্র ও সিবিআই একই কাজ করছে ।' সিবিআই, ইডি-র পক্ষপাতীত্বের বিরুদ্ধেই এদিনের বিক্ষোভ সভা বলে জানান তিনি । অন্যদিকে লাউদোহা ব্লকের সরপী মোড়ে একই ইস্যুতে প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেস । দলের পক্ষে উপস্থিত ছিলেন সন্দীপ বন্দ্যোপাধ্যায়, মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় সহ অন্যরা ।