স্পেনে তেরঙা ওড়ালেন বাঙালি, জিব্রাল্টার প্রণালী পার উলুবেড়িয়ার তাহরিনার

author-image
Harmeet
New Update
স্পেনে তেরঙা ওড়ালেন বাঙালি, জিব্রাল্টার প্রণালী পার উলুবেড়িয়ার তাহরিনার

নিজস্ব সংবাদদাতাঃ ২০১৫ সালে ইংলিশ চ্যানেল , ২০১৮ সালে বাংলা চ্যানেল জয়ের পর জিব্রাল্টার প্রণালী জয়ের ইচ্ছে বহুদিন ধরেই ছিল বাংলার সাঁতারু তাহরিনা নাসরিনার। ২০১৯ সাল থেকে ভিসার আবেদন করে যাচ্ছিলেন। অবশেষে ভিসার সমস্যা কাটিয়ে গত ৯ অগাস্ট স্পেনের উদ্দেশে রওনা দেন উলুবেরিয়ার নিমদীঘির মেয়ে তাহরিনা। বৃহস্পতিবার (১১ই অগাস্ট) ভারতীয় সময় অনুযায়ী ৮-৮.৩০টা মিনিটে স্পেনের জিব্রাল্টার প্রণালী পার করে এক নতুন মাইলস্টোন ছুঁলেন তিনি। ইংলিশ চ্যানেল, বাংলা চ্যানেল পার করা সাঁতারুর মুকুটে জুড়ল আরও একটা পালক। 

                          

টুইটারে নিজেই সেই সুখবর দিলেন। স্বাধীনতার ৭৫ বছর পূর্তির প্রাক্কালে সূদূর স্পেনে উড়ল তেরঙা।