রাখী পূর্ণিমায় সাইবাবা মন্দিরে লক্ষ লক্ষ টাকার সোনা - রূপো দান প্রাক্তন বিধায়কের

author-image
Harmeet
New Update
রাখী পূর্ণিমায় সাইবাবা মন্দিরে লক্ষ লক্ষ টাকার সোনা - রূপো দান প্রাক্তন বিধায়কের

নিজস্ব সংবাদদতা : মহারাষ্ট্রের শিরডি শহরের বিখ্যাত সাইবাবা মন্দিরে ৩৬.৯৮ লক্ষ টাকা মূল্যের একটি সোনার মুকুট সহ ৩৩০০০ টাকা মূল্যের একটি রূপোর প্লেট দান করেছেন অন্ধ্রপ্রদেশের বছর ৫৭-র এক ব্যক্তি। মন্দিরের তরফ এমনই জানানো হয়েছে।সতীশ প্রভাকর আনাম নামে ওই ব্যক্তি বৃহস্পতিবার রাখী বন্ধনের শুভ দিনে ৭৭০ গ্রাম ওজনের একটি সোনার মুকুট এবং একটি ৬২০ গ্রাম রূপোর প্লেট দান করেছেন বলে জানালো শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাগ্যশ্রী বানায়াত। প্রসঙ্গত, সতীশ প্রভাকর আনাম একজন প্রাক্তন বিধায়ক এবং অন্ধ্র প্রদেশের বাপটলা জেলার বাসিন্দা।