ভুয়া তথ্য ছড়ানোয় গৃহবন্দি রুশ টিভির প্রতিবাদকারী

author-image
Harmeet
New Update
ভুয়া তথ্য ছড়ানোয় গৃহবন্দি রুশ টিভির প্রতিবাদকারী

নিজস্ব সংবাদদাতাঃ মস্কোর একটি আদালত রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সাবেক সম্পাদক মারিনা ওভসিয়ান্নিকোভাকে জুলাই মাসে তার যুদ্ধবিরোধী বিক্ষোভের সাথে সম্পর্কিত একটি বিচারের জন্য দুই মাসের জন্য গৃহবন্দী করে রেখেছে, আদালতের প্রেস সার্ভিস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে। বিবৃতিতে বলা হয়, ওভসিয়ান্নিকোভার বিরুদ্ধে রুশ সামরিক বাহিনী সম্পর্কে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ আনা হয়েছে এবং তাকে ৯ অক্টোবর পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয়েছে।


রাশিয়ার আইন অনুযায়ী এই অপরাধের জন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ইউক্রেনে জন্ম নেওয়া সাংবাদিক মারিনা ওভসিয়ান্নিকোভা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন টেলিভিশন ক্যামেরার সামনে যুদ্ধবিরোধী প্লাকার্ড দেখিয়ে। রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেল ওয়ান এর প্রাইম টাইম সম্প্রচারের সময় এই প্লাকার্ড দেখান তিনি। পরে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ইউক্রেনে রুশ সেনাবাহিনীর অভিযানের বিরোধিতা অব্যাহত রাখায় কয়েকবার জরিমানাও করা হয় তাকে।