শহরে আবারও মেট্রো বিভ্রাট

author-image
Harmeet
New Update
শহরে আবারও মেট্রো বিভ্রাট

নিজস্ব সংবাদদাতাঃ  ফের মেট্রো বিভ্রাট শহর কলকাতায়। নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মাঝে সিগন্যালিং-এর সমস্যা দেখা দিয়েছে শুক্রবার দুপুরে। ঘটনার জেরে ব্যাহত হয়েছে ডাউন লাইনের মেট্রো রেল চলাচল। দুপুর ১ টা ১৫ মিনিট থেকে এই সমস্যা হচ্ছে। সেই কারণে আপাতত দমদম থেকে ডাউন লাইনের সমস্ত মেট্রোর রেককে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আপ লাইনে। মেট্রো লাইনে এই সমস্যার কারণে বিঘ্নিত হচ্ছে ডাউন এবং আপ উভয় লাইনের মেট্রো চলাচল। কলকাতা মেট্রো রেল আধিকারিকদের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে মেট্রো রেলের এই বিভ্রাটের জন্য সমস্যায় পড়েছেন মেট্রো যাত্রীরা।

                    

কলকাতা মেট্রো রেল পরিষেবা হল এককথায় শহরের লাইফলাইন। ব্যস্ত শহরের রাস্তায় যানজট এড়িয়ে খুব দ্রুত এক স্থান থেকে অন্যত্র যাওয়ার ক্ষেত্রে শহরবাসীর অনেকেরই প্রথম পছন্দ মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর তরফেও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের পদক্ষেপ করা হচ্ছে। কিন্তু তারপরও বার বার মেট্রো রেলে বিভ্রাটের জেরে নাজেহাল অবস্থা হচ্ছে আমজনতার।