"লেডিস পার্কে" প্রবেশ সীমিত করায় তালিবানের নতুন নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করল আফগান মহিলারা

author-image
Harmeet
New Update
"লেডিস পার্কে" প্রবেশ সীমিত করায় তালিবানের নতুন নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করল আফগান মহিলারা

নিজস্ব প্রতিনিধি-তালিবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে, দেশটিতে নারী ও মেয়েদের বিরুদ্ধে বড় আকারের এবং পদ্ধতিগতভাবে লিঙ্গ-ভিত্তিক বৈষম্য অব্যাহত রেখেছে, যা স্পষ্টতই নারীদের মধ্যে বিদ্বেষ দেখা দিয়েছে।ইতিমধ্যেই স্থানীয় মহিলারা উদ্বেগ প্রকাশ করেছেন যেভাবে তাদের তালিবানেদের অধীনে থাকতে হচ্ছে সেই বিষয় নিয়ে।









সুত্রের খবর এখন হেরাত প্রদেশে আফগান নারী ও মেয়েদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।তাদের মহিলা পার্কে অবাধে চলাফেরা করার অনুমতি নেই শুধুমাত্র নির্দিষ্ট দিন ছাড়া, এবং রেস্তোঁরাগুলিতে পারিবারিক বিভাগগুলি আইনের অধিনে বন্ধ রয়েছে।অধিকাংশ নাগরিক সেই বিধিনিষেধ মানেনি।