নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে চলতি বর্ষায় রেকর্ড বৃষ্টি হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় জুন থেকেই ভারী বৃষ্টিপাত চলছে। আর এবারের বর্ষায় মহারাষ্ট্রে ধ্বংসলীলা মারাত্মক জায়গায় গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গত পয়লা জুন থেকে এখনও পর্যন্ত প্রবল বৃষ্টির কারণে পুণে, সাতারা, নাসিক, রত্নাগিরি সহ রাজ্যের বিভিন্ন অংশে ১২০ জনের মৃত্যু হয়েছে।
পাশাপাশি ২৪০ টি পশুরও প্রাণ গিয়েছে। রাজ্যের ৩১৬ টি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ১৯ হাজারের বেশি বাড়ি ভেঙে গিয়েছে।