New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতায় প্রশ্ন তুলে এবার পথে নামলো তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ থেকে স্লোগান উঠলো 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও'।
অনুব্রত মন্ডলের গ্রেফতারের পর কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতায় প্রশ্ন তুলে রাজ্য জুড়ে ছাত্র ও যুব সংগঠনকে ব্লক শহরে বিক্ষোভ মিছিলের নির্দেশ দেয় তৃণমূল রাজ্য নেতৃত্ব।সেইমতো শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা শহরের গাছশীতলা মোড়ে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-ইডি'র বিরুদ্ধে পক্ষপাতিত্বর অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ করে চন্দ্রকোনা ২ নং ব্লকের চন্দ্রকোনা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। রাজনৈতিক স্বার্থে ইডি-সিবিআইকে ব্যবহার করা হচ্ছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও প্ল্যাকার্ড হাতে গাছশীতলা মোড়ে রাজ্যসড়কে অবস্থান বিক্ষোভে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। তৃণমুল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর নেতৃত্বে চলে এই বিক্ষোভ কর্মসূচি।
প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হোক বা গরু পাচার কাণ্ডে গতকাল বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের গ্রেফতারের পর বাম,বিজেপি কংগ্রেস একযোগে শাসক তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে ইতিমধ্যে পথে নেমে আন্দোলন শুরু করেছে তৃণমূলের দূর্নীতির বিরুদ্ধে। এবার বিরোধীদের জবাব দিতে পাল্টা পথে নামলো তৃণমূল কংগ্রেস।
mamtabanerjee
birbhum
slogan
cbi
Prime Minister Narendra Modi
SSCScam
cpim
parthachatterjee
Trinamool Chhatra Parishad
central agencies.
cowtraffickingcase
trinamool
bjp
ed
ANUBRATAMANDAL