নদীতে জল বাড়তেই সাঁকো ভেঙে বিপত্তি

author-image
Harmeet
New Update
নদীতে জল বাড়তেই সাঁকো ভেঙে বিপত্তি

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : হঠাৎ ঝুমি নদীর জল বাড়তেই জলের তোড়ে ভেঙে গেল একের পর এক মোট ৭ টি বাঁশের সাঁকো। এইমুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন দুই পারের হাজার হাজার মানুষের।











বাড়ছে ঘাটালের মনসুকায় ঝুমি নদীর জল।আতঙ্কের মেঘ দেখছে ঘাটালবাসী। বৃহস্পতিবার থেকেই খরস্রোতা হয়েছে এই নদী, সেই স্রোতেই গতরাত থেকে মনসুকা এলাকায় ভাঙতে শুরু করেছে একের পর এক নদী পারাপারের জন্য তৈরি সাঁকো। এই নদীতীরবর্তী ১০ কিমি এলাকার মধ্যে মোট সাতটি নদী পারাপারের বাঁশের সাঁকো একরাতেই ভেঙে তছনছ, এইমুহূর্তে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন দুই পারের ৫০ থেকে ৬০ টি গ্রামের হাজার হাজার মানুষের। বরাত পাওয়া ঘাট মালিকরা নৌকা বা ভটভটির মাধ্যমে দুই পারের মানুষের মধ্যে যোগাযোগ পরিষেবা দেওয়া চেষ্টা চালাচ্ছেন। তবে পরকাঠামোগত ঘাটতি থাকার জন্য যোগাযোগ এখন বিচ্ছিন্ন। ফলত শুক্রবার সকাল থেকেই পারাপারের সমস্যায় পড়েছেন নিত্য যাত্রী,স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার মানুষজন।