নিজস্ব সংবাদদাতাঃ বিগত কয়েক বছরে কানাডায় ভারত বিরোধী খালিস্তানি মনোভাবাপন্ন মানুষের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। এই আবহে এই প্রথমবার ভারতের তরফে কানাডার কাছে অনুরোধ করা হল যাতে সেদেশে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান হবে, তাতে যাতে পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। আশঙ্কা করা হচ্ছে, ভারতীয় বংশোদ্ভূতদের আয়োজিত অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর পরিকল্পনা করা হতে পারে। এই আবহে বাড়তি সতর্কতা গ্রহণ করতে কানাডা সরকারকে অনুরোধ করেছে ভারত। ভারতের তরফে এই সতর্কতা অবলম্বনের বার্তা কানাডা গ্লোবাল অ্যাফেয়ার্সকে দেওয়া হয়েছে, অটোয়াতে অবস্থিত ভারতীয় হাইকমিশনের তরফে। ভারতের তরফে এই বার্তা পাওয়ার কথা স্বীকার করে নিয়ে বিবৃতি প্রকাশ করেছে কানাডার বিদেশ মন্ত্রক।
এই আবহে ভারতীয় কর্তার বক্তব্য, ‘আমরা জানি যে এটা কানাডার অভ্যন্তরীণ বিষয়। তবে আমরা সাধারণ নাগরিকের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন।’ ভারতের তরফে জানানো হয়, খালিস্তানপন্থী এবং পাকিস্তানি বিচ্ছিনতাবাদীরা কানাডায় ভারতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে পারে বলে খবর রয়েছে তাদের কাছে।