তিন দশক পর কাশ্মীরে খুলছে প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল

author-image
Harmeet
New Update
তিন দশক পর কাশ্মীরে খুলছে প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল

নিজস্ব সংবাদদাতাঃ তিন দশক পর আগামী সেপ্টেম্বরে কাশ্মীরে খুলছে প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল। থিয়েটার চেন আইনক্স এই সিনেমা হলটি চালু করছে। এই হলে বলিউড ও হলিউডের সিনেমা দেখানো হবে। সিনেমা হলটিতে ৫২০ জন দর্শক বসে সিনেমা দেখতে পারবেন। ১৯৮৯ সালে এখানে বিচ্ছিন্নতাবাদী হিংসা শুরু হওয়ার তিন দশক পর এটাই কাশ্মীরের প্রথম সিনেমা হল, যা চালু হতে যাচ্ছে। জানা যাচ্ছে, আকৃষ্ট করার জন্য সিনেমা হলে অনেকগুলো ফুড কোর্ট থাকবে এবং তাদের সবচেয়ে আধুনিক সিনেমা বিনোদনের সুবিধা প্রদান করবে। মাল্টিপ্লেক্সের সাজসজ্জার মধ্যে রয়েছে কাশ্মীরের ঐতিহ্যের ছোঁয়া। 'খাটমবন্ধ' সিলিং ব্যবহার করা হয়েছে সিনমা হলে। মাল্টিপ্লেক্সের মালিক বিকাশ ধর। শ্রীনগরের আইকনিক 'ব্রডওয়ে' থিয়েটারের মালিক ছিলেন বিকাশের বাবা বিজয় ধর। ব্রডওয়ে থিয়েটার নব্বয়ের দশকের মাঝামাঝি সময়ে অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল।  


বিজয় ধর হলেন বিশিষ্ট কাশ্মীরি রাজনীতিবিদ প্রয়াত ডিপি ধরের ছেলে। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর ভাল সম্পর্ক ছিল। রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন ডিপি ধর। ভারত-সোভিয়েত সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।