জলঙ্গিতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তি গ্রেপ্তার, উদ্ধার চীনা লোগোযুক্ত অস্ত্র
মেদিনীপুরে সুপার মার্কেটে আগুন লাগার পর হুঁশ ফিরল পৌরসভার, শপিংমলগুলিতে অভিযান
এই প্রথম, ওমর আবদুল্লার সঙ্গে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর
ধীরে ধীরে ভাঙছে পাকিস্তানের কাঠামো— ভারতের একের পর এক সিদ্ধান্তে নাজেহাল পাকিস্তান, এবার সব থেকে কঠিন পদক্ষেপ নিল ভারত সরকার
পহেলগাঁও হামলার সন্ত্রাসীরা পালাতে পারে এই দেশে— বিমানবন্দরে শুরু তল্লাশি
কাশ্মীরের রাস্তায় নামলো সেনা কনভয়, সব দৌড়াচ্ছে পুলওয়ামার দিকে
পাকিস্তান থেকে মেইল ও পার্সেল আদান-প্রদান স্থগিত, ভারত সরকারের বড় সিদ্ধান্ত
মাধ্যমিকে সপ্তম স্থান- ফোন এল দেবের
পরীক্ষার আগে বাবার স্ট্রোক, ভালো রেজাল্ট করেও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা শালবনীর সুপ্রীতির

তেরঙ্গা যাত্রার মাঝে ঘটলো দুর্ঘটনা

author-image
Harmeet
New Update
তেরঙ্গা যাত্রার মাঝে ঘটলো দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবসকে সামনে রেখে উত্তরপ্রদেশের বিজনোরে ট্র্যাক্টর-ট্রলিতে করে তেরঙ্গা যাত্রা বের করে স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর তেরঙ্গা যাত্রার মাঝে ঘটলো দুর্ঘটনা। যানটি একটি বাড়ির সামনে থাকা খুঁটিতে ধাক্কা মারার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বচসায় জড়ায় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা।বৃহস্পতিবার সন্ধ্যায় সুলতানপুর থেদা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন যাত্রার নেতৃত্বদানকারী শিক্ষক ও স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ। হামলার জেরে তারা জখম হন।পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় লোকজনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাঘবেন্দ্র সিং বলেন, "যাত্রায় শতাধিক শিশু অংশ নিয়েছিল। যাত্রাটি যখন গ্রামে ঘুরে স্কুলে ফেরার পথে, তখন আমাদের ট্র্যাক্টর-ট্রলিটি একটি পিলারের সাথে ধাক্কা মারে। বাড়ির মালিক আপত্তি জানায় এবং রেগে যায়। সে তার পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীদের ডেকেছিল। এক ডজনেরও বেশি গ্রামবাসী জড়ো হয়ে আমাদের লাঠি দিয়ে আক্রমণ করে, এমনকি আমাদের দিকে পাথর ছোঁড়ে। আমরা অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।" গ্রামবাসীরা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।