নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবসকে সামনে রেখে উত্তরপ্রদেশের বিজনোরে ট্র্যাক্টর-ট্রলিতে করে তেরঙ্গা যাত্রা বের করে স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর তেরঙ্গা যাত্রার মাঝে ঘটলো দুর্ঘটনা। যানটি একটি বাড়ির সামনে থাকা খুঁটিতে ধাক্কা মারার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বচসায় জড়ায় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা।বৃহস্পতিবার সন্ধ্যায় সুলতানপুর থেদা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন যাত্রার নেতৃত্বদানকারী শিক্ষক ও স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ। হামলার জেরে তারা জখম হন।পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় লোকজনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাঘবেন্দ্র সিং বলেন, "যাত্রায় শতাধিক শিশু অংশ নিয়েছিল। যাত্রাটি যখন গ্রামে ঘুরে স্কুলে ফেরার পথে, তখন আমাদের ট্র্যাক্টর-ট্রলিটি একটি পিলারের সাথে ধাক্কা মারে। বাড়ির মালিক আপত্তি জানায় এবং রেগে যায়। সে তার পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীদের ডেকেছিল। এক ডজনেরও বেশি গ্রামবাসী জড়ো হয়ে আমাদের লাঠি দিয়ে আক্রমণ করে, এমনকি আমাদের দিকে পাথর ছোঁড়ে। আমরা অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।" গ্রামবাসীরা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।