সুবর্ণরেখা নদীতে কলার ভেলায় রাখি পরিয়ে পালিত হল রাখি বন্ধন উৎসব

author-image
Harmeet
New Update
সুবর্ণরেখা নদীতে কলার ভেলায় রাখি পরিয়ে পালিত হল রাখি বন্ধন উৎসব

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : সুবর্ণরৈতিক ভাষা সংস্কৃতি বিষয়ক ফেসবুক গ্রুপ 'আমারকার ভাষা, আমারকার গর্ব' -এর উদ্যোগে গোবিবল্লভপুরে সুবর্ণরেখা নদীতে কলার ভেলায় রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসবের শুভ সূচনা হলো।

এই রাখি বন্ধন উৎসব গ্রুপের পক্ষ থেকে মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, সাথে সাথে সুবর্ণরেখা নদী তীরবর্তী যেসব ফেরিঘাট আছে সেখানেও উদযাপন হচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে জামশেদপুর মুসা বনি রাঁচি বহাগোড়া দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই বিদেশে আমেরিকা ,ফিনল্যান্ড , কুয়েত ওমান সহ বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। এছাড়াও আজ খুদিরাম বসুর একশো ১১৪ তম আত্ম বলিদান দিবস ও পালিত হল।

'আমার কার ভাষা আমার কার গর্ব' ফেসবুক গ্রুপের অ্যাডমিন বিশ্বজিৎ পাল বলেন, 'আমরা গাছকে ও সুবর্ণরেখা নদীতে রাখি উৎসব করে রাখি বন্ধন উৎসব পালন করলাম। আমাদের গ্রুপের যেসব সদস্যরা বাইরে আছেন তারাও রাখি বন্ধন উৎসব পালন করেছেন। আমাদের হরিদ্বারে গঙ্গা নদীতেও ভেলা ভাসানো হয়েছে। যমুনা নদীতেও ভেলা ভাসানো হয়েছে। দীঘার মোহনাতেও ভেলাভাসিয়ে রাখি উৎসব উদযাপন করা হয়েছে।'