ভগৎ সিং-এর সহপাঠী রাজগুরুর ভয়ে সিটিয়ে থাকতো ব্রিটিশ পুলিশ

author-image
Harmeet
New Update
ভগৎ সিং-এর সহপাঠী রাজগুরুর ভয়ে সিটিয়ে থাকতো ব্রিটিশ পুলিশ

নিজস্ব সংবাদদাতা: ব্রিটিশ শাসনের সময় ডাকাবুকো পুলিশ অফিসার ছিলেন জন সন্দার্স। ইংরেজ বিরোধী ভারতীয় আন্দোলনকে যেনতেন প্রকারে দমিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু পারেননি। মহারাষ্ট্রের হরি রজগুরুরা নিকেশ করেছিলেন তাঁকে। মহারাষ্ট্রের অবিস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী হরি রাজগুরু। ছিলেন ভগৎ সিং-এর সহপাঠী। ১৯২৮ সালের ১৭ ডিসেম্বর বিপ্লবীদের গুলিতে নিহত নিয়েছিলেন সন্দার্স। লালা লাজপত রাইয়ের মৃত্যুর জবাব এভাবেই দিয়েছিলেন রাজগুরুরা।