নিজামের বিরুদ্ধে সশস্ত্র গেরিলা যুদ্ধে নেমেছিলেন কুমুরাম

author-image
Harmeet
New Update
নিজামের বিরুদ্ধে সশস্ত্র গেরিলা যুদ্ধে নেমেছিলেন কুমুরাম

নিজস্ব সংবাদদাতা: জল, জঙ্গল, জমি। এই তিন দাবি নিয়ে হায়দরাবাদের প্রবল পরাক্রম নিজামের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন কুমুরাম ভীম। অধিবাসীদের একত্রিত করে চালিয়েছিলেন সংগ্রাম। বেছে নিয়েছিলেন সশস্ত্র গেরিলা যুদ্ধ পন্থা। ১৯২৮ থেকে ১৯৪০ পর্যন্ত লাগাতার আদিবাসীদের বিরুদ্ধে শাসক শ্রেণীর শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। শেষে তাঁরই দলের এক বিশ্বাসঘাতক তাঁকে ধরিয়ে দিয়েছিল নিজাম বাহিনীর হাতে। গুলি করে হত্যা করা হয়েছিল সংকেপল্লি গ্রামের বীর কুমুরাম ভীমকে।