টোকিও অলিম্পিকঃ তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করবেন দীপিকা কুমারি এবং প্রবীণ যাদব

author-image
Harmeet
New Update
টোকিও অলিম্পিকঃ তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করবেন দীপিকা কুমারি এবং প্রবীণ যাদব

নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে তিরন্দাজির মিক্সড টিম বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন দীপিকা কুমারি এবং প্রবীণ যাদব। তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের প্রথম পর্বে ভারতীয় জুটি মুখোমুখি হবে কঠিন প্রতিপক্ষ চাইনিজ তাইপের তিরন্দাজ জুটি টাং চিন চুন এবং লিন চিয়া এনের। সেই পর্বে জয় লাভ করলে কোয়ার্টার ফাইনাল পর্বে দীপিকা-প্রবীণ নামবেন কোরিয়ার বিরুদ্ধে। মিক্সড টিম ইভেন্টে ভারতের র‍্যাঙ্কিং ৯।