বিপদসীমার কাছে পৌঁছিয়েছে যমুনার জলস্তর, জারি সতর্কতা

author-image
Harmeet
New Update
বিপদসীমার কাছে পৌঁছিয়েছে যমুনার জলস্তর, জারি সতর্কতা

নিজস্ব সংবাদদাতা : রাজধানীর কোনো অংশে ভারী বৃষ্টি পাত না হওয়া সত্ত্বেও জল ছাড়া হয়েছে হরিয়ানার হাতনি কুন্ড ব্যারেজ থেকে। এর জেরে বিপদসীমার কাছে পৌঁছিয়েছে যমুনা নদীর জলস্তর। এর জেরে জারি করা হয়েছে সতর্কতা। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ যমুনা নদীর পুরনো রেলয়ে সেতুতে জলস্তর ছিল ২০৪.২৯ মিটার। বিপদসীমায় পৌঁছলে জলস্তর হয় ২০৫.৩৩ মিটার। সুতরাং, বিপদসীমায় পৌঁছতে আর বেশি বাকি নেই।

জলস্তর বেড়ে যাওয়ার ঘটনায় নির্বাহী প্রকৌশলী ও কেন্দ্রীয় কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা শিব কুমার বলেন, কন্ট্রোল রুম থেকে সমস্ত সেক্টর অফিসারদের তাদের নিজ নিজ এলাকায় নজরদারি রাখতে এবং নদীর বাঁধের মধ্যে বসবাসকারী লোকজনকে সতর্ক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের প্রয়োজনীয় সংখ্যক দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করতেও বলা হয়েছে।