নিজস্ব সংবাদদাতাঃ শুক্রানু তৈরি হয় অন্ডথলির প্যাচানো সেমিনিফেরাস জালিকায় অবস্থিত জার্মিনাল এপিথেলিয়াম নিউসেলাস কোষ থেকে। এই কোষ মিয়োসিস বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে থাকে। একটি কোষ থেকে ৪ টি শুক্রাণু তৈরী হয়। এই প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস বলে।