চোখে জল অনুব্রতর

author-image
Harmeet
New Update
চোখে জল অনুব্রতর


নিজস্ব সংবাদদাতাঃ অনুব্রত মণ্ডলকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল আদালত। গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। তারপর তাকে বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হলে তাকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় বিচারক। আগামী ২০ তারিখ পর্যন্ত তিনি সিবিআই হেফাজতে থাকবেন।

Trinamool Congress strongman Anubrata Mondal produced before Asansol court  - India News

 এই মুহূর্তে তাকে আসানসোল থেকে নিজাম প্যালেসে নিয়ে যাচ্ছে সিবিআই। এরমধ্যেই গাড়িতে বসা অনুব্রতর চোখে দেখা গেল জল। তার গ্রেফতার ও সিবিআই হেফাজতের বিষয়ে কোনও কথা বললেন না তিনি।

Bengal Cattle Smuggling Case Live Updates: CBI gets custody of TMC leader Anubrata  Mondal till August 20 - The Economic Times