নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তানে তালিবান শাসনের বর্ষপূর্তি হতে আর মাত্র কয়েকদিন। তবে এই এক বছরে তালিবান নেতারা নারী বিদ্বেষী বিভিন্ন নিয়ম জারি করেছে আফগানিস্তানে।
যার মধ্যে অন্যতম মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা। এবার এই বিষয়ে তালিবানের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ধর্মীয় কারণেই নারীদের শিক্ষা ব্যবস্থা চালু করা সম্ভব হচ্ছে না।
তবে মেয়েদের স্কুল পুনরায় চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ওই শীর্ষ নেতা।