নিজস্ব প্রতিনিধি -বিভিন্ন রাজনৈতিক দল, গণ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংস্থা পালন করল শহীদ ক্ষুদিরাম বসুর ১১৫ তম আত্মোৎসর্গ দিবস। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে মর্যাদার সঙ্গে দিনটি পালিত হয়। বৃহস্পতিবার সকালে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি উদযাপন কমিটি, বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি, ছাত্র সংগঠন ডিএসও, তৃণমূল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে। একটি আলোচনা সভা করে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি উদযাপন কমিটি। উপস্থিত ছিলেন অধ্যাপক জগবন্ধু অধিকারী, অধ্যাপক সুরেশ চন্দ্র দাস, শিক্ষক অতীন্দ্রনাথ বেরা, পঙ্কজ পাত্র, সম্পাদক অমল মাইতি সহ প্রমুখ। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ক্ষুদিরামের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন বক্তারা। বিকেলে শহীদ প্রসস্তি সমিতির পক্ষ থেকে নিমতলার চকে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সভা হয়। পাশাপাশি বেলদা স্টেশন চত্বরে পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। বিভিন্ন সংগঠন।