অভিজিৎ নন্দী মজুমদার : মোদী সরকারের দৌলতে সারা দেশে ১০ কোটি বাড়িতে জলের পাইপলাইনের কানেকশন এসেছে। এএনএম নিউজের সাথে একচেটিয়াভাবে কথা বলতে গিয়ে, কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল দাবি করেছেন যে এটি একটি বড় সাফল্য।
তিনি আরো বলেন, "আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন দেশের ৩ কোটি পরিবারকেও কভার করা হয়নি।" কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, কয়েকটি রাজ্য জল জীবন প্রকল্প নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে। তাঁর কথায়, "বাংলা ও ওড়িশার মতো কিছু রাজ্যের প্রকল্পের নাম পরিবর্তনের বিষয়ে আমাদের তীব্র আপত্তি আছে।" এএনএম নিউজকে আর কী জানালেন তিনি, রইলো ভিডিও।