হরি ঘোষ, অন্ডাল : বৃহস্পতিবার বিধানচন্দ্র প্রতিবন্ধী কেন্দ্রের উদ্যোগে রাখি বন্ধন উৎসবটি হয় এদিন খান্দরা ঊর্ধ্বতন বৃদ্ধাশ্রম ও খান্দরা স্কুল মোড়ে। আবাসিক ও পথ চলতি মানুষজনের হাতে রাখি বাঁধেন প্রতিবন্ধী ভাই-বোনেরা । প্রতিবন্ধী কেন্দ্রের পড়ুয়ারা নিজেরাই এবার বিশেষ ধরনের রাখি তৈরি করেন। রাখিতে রয়েছে বিভেদের বিরুদ্ধে ও সম্প্রীতির পক্ষে বার্তা । সেই বার্তা দেওয়া রাখি তারা সবার হাতে পরিয়ে দেন। অন্যদিকে অন্ডাল ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের রাখি উৎসব অনুষ্ঠানটি হয় উখরা সিনেমা হল মোড়ে।
অন্ডালের সুদীপ্ত বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি লক্ষী টুডু, কৌশিক অধিকারী ছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, উখড়া পুলিশ আউটপোস্টের আইসি নাসরিন সুলতানা, পঞ্চায়েত সদস্য শরন সাইগল সংশ্লিষ্ট দফতরের কর্মাধ্যক্ষ রঞ্জিত ধীবর সহ অন্যরা। অনুষ্ঠানটির নাম দেওয়া হয় "রাখি বন্ধন ও সংস্কৃতি দিবস উদযাপন" । উৎসবে সামিল হয়েছিলেন হিন্দু, মুসলিম ও শিখ সম্প্রদায়ের ধর্ম গুরুরা । ছিলেন উখরা মোহন্ত মঠের অধ্যক্ষ শ্রী নারায়ণ শরদেব মহন্তজী, উখড়া মুসলিম পাড়া জামা মসজিদের মৌলানা ইয়াকুব, স্থানীয় গুরুদুয়ারার প্রবন্ধক কর্নেল সিং। অনুষ্ঠানের সব সম্প্রদায়ের মানুষ একে অপরের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দেন ।