দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : নিম্নচাপের জেরে রাতভোর বৃষ্টিতে জল বেড়েছে কংসাবতী নদীতে। যার জেরে নদীর উপরে থাকা বাঁশের সাঁকো ডুবে বেড়েছে ভোগান্তি। মেদিনীপুর সদরের কংসাবতীতে রয়েছে সাঁকো। এই পথ দিয়ে কম সময় ও দূরত্বে যাওয়া যায় ঝাড়গ্রামের খালশিউলি, মানিকপাড়া। বৃহস্পতিবার ওই সাঁকোর উপর দিয়ে জল বইতে দেখা গিয়েছে। তাতে তোয়াক্কা না করে তার উপর দিয়ে চলছে যাতায়াত। মোটরসাইকেল নিয়েও চলছে পারাপার। আশঙ্কা থাকছে দুর্ঘটনার। ওই সাঁকোর দায়িত্বে থাকা লোকজনও নির্বিকার। কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? যাত্রীরা জানান, "নৌকা না চালানোয় ঝুঁকি নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে।" জানা গিয়েছে, নদীতে জলের গতি বৃদ্ধি পাওয়ায় সন্ধ্যার সময় যাতায়াত বন্ধ করেছে সাঁকোর মালিক।