অনুব্রতর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে তৃণমূল?

author-image
Harmeet
New Update
অনুব্রতর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে তৃণমূল?

নিজস্ব সংবাদদাতা : এসএসসি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর মন্ত্রীসভার পাশাপাশি তৃণমূলের সব পদ থেকে সাসপেন্ড করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর গরু পাচার মামলায় বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করার পর থেকে দল তার বিরুদ্ধে কী বলে বা দল তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেই দিকেই নজর ছিল সকলের। বৃহস্পতিবার বিকেলের সাংবাদিক বৈঠকে থেকে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাফ জানিয়ে দিলেন, ''অনুব্রতর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে দল তা সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে। দলের একটা নিয়ম রয়েছে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটিও রয়েছে।'' তিনি আরো বলেন, ''কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না তৃণমূল।'' তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ''নিরপেক্ষতা হারাচ্ছে এজেন্সিগুলি।'' চন্দ্রিমা এও বলেন যে মানুষকে ঠকালে সমর্থন নয়।

রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সুর চড়িয়ে চন্দ্রিমা প্রশ্ন তোলেন, ''বিরোধী দলনেতার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।শুভেন্দুর ভাইকে কেন ডাকা হচ্ছে না? কাঁথি পুরসভার ফাইল সরানোর অভিযোগ রয়েছে।''