বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে রাখি বেঁধে দিল প্রতিবন্ধী পড়ুয়ারা

author-image
Harmeet
New Update
বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে রাখি বেঁধে দিল প্রতিবন্ধী পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল : বৃহস্পতিবার সারা দেশে গৌরবের সাথে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব । বাদ পড়েনি অন্ডালের খাঁদরা বিধানচন্দ্র প্রতিবন্ধী কেন্দ্র। প্রতিবন্ধী কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা এদিন খাঁদরা উদ্বর্তন বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে রাখি বেঁধে দেয়। পাশাপাশি আবাসিকদের মিষ্টিমুখ করানোও হয়। ছোট ছোট ছেলে মেয়েদের কাছে রাখি পরে এই উৎসবের দিনে পুরনো স্মৃতি ফিরে পেল আবাসিকরা। এমনটাই বৃদ্ধাশ্রমের এক আবাসিক জানান।

 বৃদ্ধাশ্রমের আবাসিক রাসবিহারী সিনহা জানান, ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে ভালোবেসে তাদের রাখি পরাল, মিষ্টি খাওয়ালো, তাতে পুরনো স্মৃতি মনে পড়ে গেল তাদের। যেমন কোন এক সময় তারা নিজেদের বাড়িতে সমস্ত আত্মীয়-স্বজনদের সাথে, ভাই-বোনদের সাথে রাখি উৎসব পালন করতেন। বর্তমানে এখন তারা বৃদ্ধাশ্রমে এবং এখানে একা তারা। এই উৎসবের দিনে যেভাবে প্রতিবন্ধী কেন্দ্রের ছোট ছোট ছেলে মেয়েরা তাদের ভালোবাসায় রাখি পরালো, মিষ্টি খাওয়ালো তাতে যেন পুরনো দিনের কথা মনে করিয়ে দিল ।