নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার পরিস্থিতি উত্তপ্ত হতেই দেশ ছাড়েন গোটাবায়া রাজাপাক্ষে। শ্রীলঙ্কা ছেড়ে প্রথমে মালদ্বীপে উড়ে যান গোতবয়া। তারপর মালদ্বীপ থেকে আরব আমিরশাহির বিমান ধরে সস্ত্রীক সিঙ্গাপুরে যান গোতবয়া রাজাপাক্ষে। শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায়া সিঙ্গাপুরে যেতেই তা নিয়ে শোরগোল শুরু হয়। তবে সিঙ্গাপুরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, গোটাবায়া রাজাপাক্ষেকে তাদের দেশের তরফে আশ্রয় দেওয়া হচ্ছে না। একজন অতিথি হিসেবে গোটাবায়া রাজাপাক্ষে সিঙ্গাপুরে গিয়েছেন বলেও সরকারি বিবৃতিতে জানানো হয়। সিঙ্গাপুরে কয়েক সপ্তাহ কাটিয়ে এবার সেদেশ ছাড়লেন গোটাবায়া রাজাপাক্ষে।
জানা গিয়েছে, এবার সিঙ্গাপুর ছেড়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্ষে। তবে শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতির পরবর্তী ঠিকানা কোথায় তা এখনও জানা যায়নি।