নিজস্ব সংবাদদাতাঃ মেয়ের বাগদান পর্ব ভেঙে দেওয়ায়, বাবার নাক কেটে দেওয়ার অভিযোগ উঠল একই পরিবারের বেশ কয়েকজনের বিরুদ্ধে। রাজস্থানের ঝাপিল গ্রামের ভয়বহতায় আঁতকে উঠতে শুরু করেছেন অনেকে। গুরুতর অবস্থায় অসুস্থ কমল নাথ ভাটির চিকিৎসা চলছে স্থানীয় একটি হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, ঝাপিল গ্রামের বাসিন্দা কমল নাথ ভাটি তাঁর মেয়ের বিয়ে ঠিক করেন ভাইজির শ্বশুর বাড়িতে। তবে শ্বশুর বাড়ির লোক তাঁর ভাইজিকে খুনের পর কমল নাথ ভাটি সেখানে মেয়ের বিয়ে ভেঙে দেন বলে খবর। ওই ঘটনার পরপরই কমল নাথ ভাটির পর ক্ষোভ, আক্রোশ উদরে দেয় পাত্র পক্ষ। শুধু তাই নয়, মেয়ের বিয়ে ভেঙে দেওয়ায় কমল নাথ ভাটির উপর হামলা চালায় পাত্র পক্ষ। ১০ জন একযোগে হামলা চালিয়ে কমল নাথকে বেদম প্রহার করে। এরপর ধারাল অস্ত্র দিয়ে তারা কমল নাথের নাক কেটে দেয় বলে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের তরফে।