নিজস্ব সংবাদদাতা : আইনজীবীদের কোর্টরুমে মাস্ক পড়তে বললেন ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা। তিনি বলেন, আদালতের কর্মী ও বিচারকরা করোনার কবলে পড়ছেন। একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি কৃষ্ণ মুরারির সমন্বয়ে গঠিত বেঞ্চ আইনজীবীদের মাস্ক পড়তে বলেন তিনি।
সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, তার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে সিনিয়র অ্যাডভোকেট এএম সিংভির রিপোর্ট পজিটিভ জানার পর তার দ্রুত আরোগ্য কামনা করেন প্রধান বিচারপতি।