নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : ১১ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার শহীদ ক্ষুদিরাম বসুর ১১৫ তম আত্ম বলিদান দিবস। আর এই আত্ম বলিদান দিবসের দিনে তথ্য ও সংস্কৃতি বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মোহবনীতে, ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেয় তার আত্মবলিদান দিবস পালন করল জেলা প্রশাসন। এই দিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা, বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি, মন্ত্রী মানস ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উত্তম আনন্দ ত্রিপাঠি সহ জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের কর্মকর্তারা।
এই দিন আত্মবলিদান দিবস পালনের পাশাপাশি রাখিবন্ধন উৎসবও পালন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে সকলেই শহীদ ক্ষুদিরাম বসুর জীবনী তুলে ধরেন, তবে পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে অজিত মাইতি বলেন, 'এটা কেন্দ্রের চক্রান্ত, অনুব্রত কতটা দোষী আমরা জানি না কিন্তু তার থেকে বেশি দোষী বিজেপির মধ্যে রয়েছে।'