তেড়ে আসছে জলের স্রোত, কী করলেন চিনা ব্যক্তি, ভাইরাল ভিডিয়ো

author-image
Harmeet
New Update
তেড়ে আসছে জলের স্রোত, কী করলেন চিনা ব্যক্তি, ভাইরাল ভিডিয়ো

নিজস্ব সংবাদদাতাঃ জলে ভাসছে চারপাশ। জল যাতে তাঁর দোকানে ঢুকতে না পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সবাই। তার মধ্যে আচমকা চিনের এক ব্যবসায়ী নিজের দোকানের শাটারের দরজা নামাতে যান। যে মুহূর্তে তিনি শাটার নামান, তারপরের মুহূর্তে একটি প্রকাণ্ড জলের ডেউ এসে তাঁর দরজায় আছাড় খেয়ে পড়ে। তবে জলের স্রোত আসার আগেই ওই ব্যক্তি শাটারের দরজা নামিয়ে দিয়ে দোকান রক্ষা করেন। 

                    

সোশ্যাল সাইটে সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।