নিজস্ব প্রতিনিধি-আজ রাখি বন্ধন উপলক্ষে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।তিনি এই দিন উপলক্ষে মহিলাদের জন্য বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন।মহিলাদের ক্ষমতায়ন ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য গুরুত্বপুর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে
যে পদক্ষেপগুলির কথা তিনি প্রকাশ করেন তা হল,
১)এখন থেকে রাজ্যের সমস্ত সরকারি মহাবিদ্যালয়ে সব ছাত্রীরা বিনামূল্যে পড়াশুনা করতে পারবে।তাদের পড়াশুনার যাবতীয় ব্যয়ভার রাজ্য সরকারই বহন করবে।
২)মহিলাদের নিরাপত্তায় চালু হয়েছে দিবারাত্র হেল্পলাইন নম্বর-১০৯১
৩)মহিলাদের নিরাপত্তা অধিকতর সুনিশ্চিত করতে ২০কোটি টাকা ব্যয় করে রাজ্যের বিভিন্ন স্থানে ৪০০টি সিসিটিভি কেমেরা এবং অটোমেটিক নম্বর প্লেট রিকগমিশন মেশিন বসানো হবে।
৪)এছাড়াও বিভিন্ন বিষয়ে থানায় অভিযোগ জানানোর জন্য মহিলাদের দ্বারা পরিচালিত হেল্প ডেস্ক ইতিমধ্যেই চালু করা হয়েছে।