আট মাস পর ফের সক্রিয় আগ্নেয়গিরি

author-image
Harmeet
New Update
আট মাস পর ফের সক্রিয় আগ্নেয়গিরি

নিজস্ব সংবাদদাতাঃ আইসল্যান্ডের ফাগ্রেডালসফজল আগ্নেয়গিরি আট মাস পর বুধবার থেকে ফের অগ্ন্যুৎপাত শুরু করেছে। ঘটনাটি এখনও পর্যন্ত জনজীবন বা বিমান চলাচলের উপর কোনও বিরূপ প্রভাব ফেলেনি।

 

অগ্ন্যুৎপাত প্রত্যাশিত ছিল। অগ্ন্যুৎপাতটি সিসমিকভাবে সক্রিয় (জনবসতিহীন) এলাকায় রয়েছে। এই প্রক্রিয়া কতদিন অব্যাহত থাকবে তা বলা কঠিন। যদিও গত বছর একই অঞ্চলে একটি অগ্ন্যুৎপাত প্রায় ছয় মাস স্থায়ী হয়েছিল।