ভগ্নপ্রায় কাঠের ব্রিজ থেকে শিলাবতী নদীতে পড়ে মৃত্যু

author-image
New Update
ভগ্নপ্রায় কাঠের ব্রিজ থেকে শিলাবতী নদীতে পড়ে মৃত্যু

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: গোয়ালতোড় থানার হুমগড় এলাকায় ভগ্নপ্রায় কাঠের ব্রিজ থেকে পড়ে শিলাবতী নদীর জলে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় দীর্ঘক্ষণ খোঁজা হলে খোঁজ মেলেনি তার। শুক্রবার সকাল নাগাদ শিলাবতী নদীর জলে দেহ ভাসতে দেখা যায়। প্রত্যেক বছর বর্ষা নামলে এই ব্রিজের বেহালদশা তৈরি হয়। এলাকা মানুষের দাবি, পাকাপোক্তভাবে শিলাবতী নদীর উপর ব্রিজ না হলে এই ধরনের দুর্ঘটনা আগামী দিনেও ঘটতে পারে। মৃত ব্যক্তির নাম অনিল দুলে, বাড়ি বড়নগরা গ্রামে। এলাকার মানুষের অভিযোগ গত তিন মাস ধরে ভগ্নপ্রায় অবস্থায় কাঠের ব্রিজটির, ধীরগতিতে চলছে সংস্কার। কুড়ি কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে শহরে যে কোনও প্রয়োজনে।