নিজস্ব সংবাদদাতা : ১১ আগস্ট দেশ জুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। পবিত্র এই দিনে ভাই কিংবা দাদাদের হাতে রাখি পরিয়ে দেন বোন কিংবা দিদিরা।
সেভাবেই বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির হাতে রাখি বেঁধে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। করালেন মিষ্টিমুখও। বিজেপি নেতার বাসভবনে এদিন পালিত হল রাখি বন্ধন উৎসব।