নিজস্ব সংবাদদাতাঃ মাঝে সাময়িক বিরতির পর ফের নতুন করে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। বাড়ছে আতঙ্কও। তাই আগাম সতর্কতা হিসেবে ফের পাবলিক প্লেসে মাস্ক পড়া বাধ্যতামূলক করল দিল্লি সরকার। বৃহস্পতিবার দিল্লি সরকার জানিয়েছে, দিল্লির পাবলিক প্লেসে এখন মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং আইন লঙ্ঘনকারীদের ৫০০ টাকা জরিমানা দিতে হবে।
তবে যারা চার চাকার ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করেন, তাদের মুখে মাস্ক না পরার জন্য জরিমানা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।