অনুব্রত গড়ে সিবিআই, গেস্ট হাউসে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

author-image
Harmeet
New Update
অনুব্রত গড়ে সিবিআই, গেস্ট হাউসে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব সংবাদদাতাঃ কেষ্টর দুয়ারে সিবিআই। বোলপুরে পৌঁছেছে সিবিআই তদন্তকারী দল। মধ্যরাতে বোলপুরে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। বৃহস্পতিবার সকালে রতনকুঠি গেস্ট হাউসে তলব করা হয় এক ব্যাঙ্ক কর্মীকে। আসানসোল এবং কলকাতা থেকে একাধিক গাড়ি পৌঁছায় বলে সূত্রের খবর। রতনকুঠি গেস্ট হাউসে ও পূর্বপল্লি গেস্ট হাউসে পৌঁছা য় সিবিআই দল। ৩০ থেকে ৩৫ জনের দল পৌঁছায় বলে সূত্রের খবর। এদিন সকালে রতনকুঠি গেস্ট হাউসে পৌঁছায় ৬ গাড়ি সিআরপিএফ জওয়ান। রয়েছেন মহিলা সিআরপিএফ জওয়ানও। ১৪ দিনের সময় চেয়েছেন অনুব্রত। 

                        

কলকাতা ও আসানসোল থেকে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা আসতে শুরু করেছেন। বোলপুরের রতন কুঠি কার্যত সিআরপিএফ- জওয়ানে ছয়লাপ। কিন্তু এত সিআরপিএফ জওয়ান কেন, সেই প্রশ্নও উঠছে। সিবিআই আধিকারিকরা কি কোনও বড় পদক্ষেপ নিচে চলেছেন, বাড়ছে ক্রমশ রহস্য।