জলের তোড়ে রাস্তা ভেঙে বিপত্তি

author-image
Harmeet
New Update
জলের তোড়ে রাস্তা ভেঙে বিপত্তি

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ ডেবরার সঙ্গে যোগাযোগ বিছিন্ন বেশ কয়েকটি অঞ্চলের। দ্রুত নৌকা বা বাঁশের সাঁকো তৈরির উদ্যোগ ঘাট মালিকদের। বর্তমানে ঘুরপথে বিকল্প হিসাবে লোয়াদা সেতু ব্যবহার করছে মানুষজন। গতকাল রাত থেকে জল বাড়তে শুরু করেছিল ডেবরার টাবাগেড়্যা এলাকার কাঁসাই নদীতে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে নদীর ওপর দিয়ে যাওয়া অস্থায়ী বাঁধটি জলের তোড়ে ভেঙে যায়। আর তার পর থেকে বেশ কয়েক ঘন্টা নদীর দুই পারের সঙ্গে যোগাযোগ বিছিন্ন। রাখী বন্ধনের দিন। প্রচুর মানুষের যাতায়াত ছিল এই অস্থায়ী রাস্তায়। কিন্তু সেটি ভেঙে যাওয়ায় সমস্যার পড়েছে সাধারণ মানুষজন। দুই দিকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে লোকজন।