ইউটেরাস কি?

author-image
Harmeet
New Update
ইউটেরাস কি?


নিজস্ব সংবাদদাতা: ইউটেরাস আসলে জরায়ুর ল্যাটিন শব্দ। মানুষ সহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীদের জননতন্ত্রের একটি প্রধান হরমোন-প্রতিক্রিয়াশীল স্ত্রী গৌণ-জননাঙ্গ হল ইউটেরাস বা জরায়ু। মানুষের ক্ষেত্রে জরায়ুর নিন্মমুখ যোনিপথে নিজুক্ত হয়। জরায়ুর ঊর্ধাংশ ডিম্বনালীর সঙ্গে সংযুক্ত থাকে।