নিজস্ব সংবাদদাতা: যৌন মিলনের ফলে পুরুষ শরীরের মধ্যে থেকে শুক্রাণু নারী শরীরে প্রবেশের পর তা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়। এই মিলিনের পরেই ডিম্বাণু নিষিক্ত হয়ে থাকে। ডিম্বাণু সাধারনত হ্যপ্লয়েড ক্রোমোসোম ধারণ করে। তবে নিষিক্ত ডিম্বাণু ডিপ্লয়েড যা প্রথমে জাইগোট গঠন করে এবং পরবর্তিতে ভ্রূন এবং শিশু জীবে পরিনত হয়।