নিজস্ব সংবাদদাতা: ভালোবাসার মানুষের কাছে নিজের গুরুত্ব বাড়াতে। তার মনের ভেতরের খবর খুঁজে নিতে শিখুন। তার স্বামী বা সঙ্গী না হয়ে বন্ধু হয়ে ওঠার চেষ্টা করুন। তার সমস্ত খবর রাখুন। নিজের সমস্ত খবর তাকে দিন। ভালবাকে মধুময় করে তুলুন। তার মনের খবর খুঁজে নিয়ে তাকে নিজের করে নিন।