নিজস্ব সংবাদদাতা: নেপালে ভারী বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারী বৃষ্টির ফলে নেপালের কাঠমান্ডুর বেশ কয়েকটি এলাকা বুধবার জলমগ্ন হয়ে পড়েছে।
মঙ্গলবার থেকে প্রবল বর্ষণে নেপালের বাগমতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে।
যার ফলেই জলমগ্ন হয়ে পড়ে কাঠমান্ডুর বেশ কয়েকটি এলাকা। জলমগ্ন এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জনগণকে।